Banner Before Header

১৪দলীয় জোটের কর্মিসভা আজ

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪দলীয় জোটের কর্মিসভা আজ। বিকাল ৩টায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতি নেয়া হয়েছে। জোটের শরিক দলের পাশাপাশি আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন সমাবেশে অংশ নেবে।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি আশেপাশের কয়েকটি জেলা থেকেও সমাবেশে লোক সমাগম করানো হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

নির্বাচনের আগে নিজেদের শক্তিমত্তা বোঝাতে এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান দলটির শীর্ষ কয়েক নেতা।

১৪ দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা হতে যাচ্ছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় সমাবেশ। বৃহস্পতিবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠকে ১৪ দলের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এতে সমাবেশে বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।

Leave A Reply

Your email address will not be published.