সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো তিনজন।
বুধবার (০৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার হেতিমগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত গোলাপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানসহ আরো দুজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের উত্তর রনিখাইল ঘুগারকুল গ্রামের সিকান্দর আলীর ছেলে তরমুজ আলী (৪৫) ও তার ভাই সুরুজ মিয়া (৪০)।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১১ টায় গোলাপগঞ্জ থেকে আসা সিএনজির সাথে সিলেট থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় অটোরিকশার দুইযাত্রী নিহত হন। গুরুতর আহত হন গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমানসহ আরো দুইজন। আহতদের তাৎক্ষনিক ভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।