Banner Before Header

ভাঙলো মিলনমেলা ১২তম টরন্টো বাংলা বইমেলা

উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো ১২তম টরন্টো বাংলা বই মেলা। কানাডার টরন্টো শহরে অনুষ্ঠিত প্রবাসী বাঙালিদের সার্বজনীন উৎসবে পরিণত হওয়া বইমেলা এবার এক যুগ পার করলো।

বইমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন ও কথাসাহিত্যিক জাকির তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বনামধন্য নাট্যজন, পদাতিক নাট্য সংসদ, বাংলাদেশের প্রধান নির্বাহী সেলিম শামসুল হুদা চৌধুরী।

বাংলাদেশ ছাড়াও মেলায় অংশগ্রহন করেছিলেন কানাডা ও যুক্তরাষ্ট্রের লেখক, প্রকাশক ও পাঠকরা । এ বছর বাংলাদেশের সর্বাধিক সংখ্যক স্বনামখ্যাত প্রকাশক অংশ নেয় আলোচিত এই বই বিকিকিনি আসরে। এদের মধ্যে উল্লেখযোগ্য অঙ্কুর, অনন্যা, সময়, কথাপ্রকাশ ও নালন্দা।

টরন্টো শহরের রয়েল ক্যানাডিয়ান লিজিয়ন হল, ৯ ডজ রোড, টরন্টোতে অনুষ্ঠিত হয় ‘১২তম টরন্টো বাংলা বই মেলা।

বই প্রদর্শনী ছাড়াও এবারের মেলাই শোভাযাত্রা, আলোচনা, সেমিনার, আবৃত্তি, কবিতা উৎসব, বিতর্ক, লেখক-প্রকাশকদের আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক আয়োজনে অন্যান্যের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের গুণি সঙ্গীতশিল্পী নার্গিস চৌধুরী।

Leave A Reply

Your email address will not be published.