জাপান ছাত্রলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। জাপান এর টোকিও হিগাসিজুজো ফোরিকান হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপান আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এমডি আলাউদ্দিন বিশিষ্ট ব্যবসায়িক ।
সভাপতিত্ব করেন জাপান ছাত্রলীগের এস এম হাসান, পরিচালনা করেন জাপান ছাত্রলীগের নেতা আ: জলিল সরকার জনি,। আরো উপস্থিত ছিলেন এস.এম হাসানুর রাহমান ,রুহল আমিন মামুন ,দেওয়ান রাতুল ,রাইসুল ইসলাম রকি ,সাবরান্নাদিম মাহমুদ, আশিক, আরো অনেকে।
