Banner Before Header

অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে দুর্গা পূজার মহাযজ্ঞানুষ্ঠান

শতদল তালুকদার:

অস্ট্রেলিয়ায় শুরু হয়েছে দুর্গা পূজার মহা উৎসব। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব হিসেবে দুর্গা পূজা বরাবরই প্রাধান্য পেয়ে থাকে সিডনিসহ অস্ট্রেলিয়ার অন্যান্য বড় সব শহরগুলোতেও । তবে এ বছর এ আয়োজনকে ঘিরে খুব উৎসাহ দেখা যাচ্ছে উদযাপনের বৈচিত্রময়তার কারণে ।

শুধু সিডনিতেই ১৩টি মণ্ডপে এবারের দুর্গোৎসব আয়োজন করা হচ্ছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে। সুবিধার জন্য এখানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে এবং বেশিরভাগ সংগঠনই এ সময়ই দুর্গা পূজা আয়োজন করবে ।

তবে কয়েকটি সংগঠন তিথি ও নক্ষত্র মেনে এই পূজা করে থাকে । কোন কোন সংগঠনের মাধ্যমে এবং কোথায় কোথায় এ বছরের শারদোৎসব পালিত হতে যাচ্ছে তা নিম্মরূপ –

১. ABHA সিডনি দুর্গা পূজা, স্থান- গ্রানভিল বয়েস হাই স্কুল, তারিখ- ১৩ ও ১৪ অক্টোবর

২. BANSW দুর্গা পূজা, স্থান- কনকর্ড হাই স্কুল, তারিখ- ১৩ ও ১৪ অক্টোবর

৩. BPA দুর্গা পূজা, স্থান- জেমস কুক বয়েস টেকনোলজি হাই স্কুল, তারিখ- ১৩ ও ১৪ অক্টোবর

৪. উত্তারায়ণ ওয়েস্টান সিডনি দুর্গা পূজা, স্থান- কাম্বারল্যান্ড হাই স্কুল, তারিখ- ১৩ অক্টোবর

৫. দুর্গা পূজা কর্লিংফোর্ড, স্থান- ডানমর কমিউনিটি সেন্টার, তারিখ- ১৩ অক্টোবর

৬. নবরূপ, স্থান- সানস্ সৌচি পাবলিক স্কুল, তারিখ- ১৩ অক্টোবর

৭. আগমণী অস্ট্রেলিয়া দুর্গা পূজা, স্থান- গ্লেনফিল্ড কমিউনিটি হল, তারিখ- ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর

৮. ভক্ত মন্দির সিডনি ট্রাস্ট, স্থান- নর্থমিড হাই স্কুল, তারিখ- ২০ অক্টোবর

৯. বাংলাদেশ সোসাইটি ফর পূজা এ্যান্ড কালচার, স্থান- ওয়েন্টওয়ার্থভিল রেডগাম সেন্টার, তারিখ- ২০ অক্টোবর

১০. সিডনি উৎসব দুর্গা পূজা, স্থান- স্টার্থফিল্ড গার্লস হাই স্কুল, তারিখ- ২০ অক্টোবর

১১. স্বাগতম’স দুর্গা পূজা, স্থান- থর্নটন কমিউনিটি সেন্টার, পেনরিথ, তারিখ- ২০ অক্টোবর

১২. সিডনি বেদান্ত সেন্টার, স্থান- ১৪৪A মার্সডেন রোড, অার্মিং, এনএসডাব্লু- ২১১৫, তারিখ- ১৭ অক্টোবর (অষ্টমী)

১৩. সিডনি কালিবাড়ি দুর্গা পূজা, স্থান- ৯৭ অাসকুথ স্ট্রীট, সিলভারওটার, এনএসডাব্লু২১২৮, তারিখ- ১৬ অক্টোবর (সপ্তমী)

এছাড়া আগামী ১৩ ও ১৪ অক্টোবর  তারিখে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরির ডাফি প্রাইমারি স্কুলে দুর্গা পূজা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ পূজা সংঘ। ঐ একই দিনে ভিক্টোরিয়া রাজ্যের ওয়েররিবির ২ দেউৎগাম স্ট্রীটে দুর্গোৎসব উদযাপন করবে মেলবোর্ন বাঙালি সংঘ।

এছাড়া কুইন্সল্যান্ড রাজ্যের লোগান ওয়েস্ট কমিউনিটি হলে পূজা পালন করবে বাংলাদেশ পূজা এ্যান্ড কালচার সোসাইটি অব ব্রিসবেন ২০ ও ২১ অক্টোবর তারিখে।

এ রাজ্যেরই আরেকটি সংগঠন বেঙলি সোসাইটি অব কুইন্সল্যান্ড পূজা করবে এস্পলি স্টেট স্কুলে আগামী ১২, ১৩ ও ১৪ অক্টোবর ।

দক্ষিণ অস্ট্রেলিয়া রাজ্যের সংগঠন বাংলাদেশ পূজা এ্যান্ড কালচার সোসাইটি অব সাউথ অস্ট্রেলিয়া শারোদোৎসব পালন করবে ১৯ ও ২০ অক্টোবর তারিখে ক্লোভেলি পার্কের মেমেরিয়াল কমিউনিটি সেন্টারে।

আর পার্থের দুর্গা পূজার অনুষ্ঠানটি হবে ক্যানিংটনের ক্যানিং টাউন হলে ১২ থেকে ১৪ অক্টোবর তারিখের মধ্যে- অায়োজন করবে বেঙ্গলি অব পার্থ।

ধূপ, দ্বীপ আর পবিত্র চণ্ডী পাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে অস্ট্রেলিয়ার প্রত্যেকটি মণ্ডপে। এই মাঙ্গলিক কর্মটি সম্পাদনের জন্য অস্ট্রেলিয়ার প্রতিটি হিন্দু পরিবারে এখন উৎসবের পরিবেশ। এবং এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই অধীর আগ্রহে প্রতীক্ষা করছে। কেননা ধর্ম যার যার, উৎসব সবার- এই মর্মবাণী উপলব্ধি করে বাঙ্গালি এগিয়ে যাবে প্রগতির পথে।

Leave A Reply

Your email address will not be published.