Banner Before Header

মেক্সিকোয় আতশবাজির কারখানায় বিস্ফোরণ: নিহত ২৪

মেক্সিকোর একটি আতশবাজির কারখানায় সিরিজ বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জন। দেশটির আতশাবাজির রাজধানী হিসেবে খ্যাত তুলতেপেক শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসির। তবে রয়টার্সের খবরে নিহতের সংখ্যা অর্ধশতাধিক বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল দশটার (বাংলাদেশ সময় রাত নয়টা) আগে পরপর কয়েকটি বিস্ফোরণের ঘটনায় এসব মানুষ হতাহত হয়।

প্রথম বিস্ফোরণের পর পুলিশ ও দমকলকর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করলে সেখানে আবারো বিস্ফোরণ হয়। এ সময় উদ্ধারকর্মীদের কয়েকজন অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে জানায় কর্তৃপক্ষ। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় এক বাসিন্দা এএফপিকে জানান, ‘আমি সকালের নাস্তা করছিলাম। তখনই ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে দৌঁড়ে বাইরে যাই। তখন দেখি সাদা মেঘে আকাশ ঢেকে গিয়েছে। মনে হচ্ছিলো যে এখনই বৃষ্টি নামবে। বৃষ্টি ঠিকই নেমেছে তবে সেটা আগুনের বৃষ্টি।’

২০১৬ সালেও মেক্সিকোয় আরেকটি আতশবাজির গুদামে বিস্ফোরণে ৪০ জন মারা যান। তুলতেপেক শহরে প্রতিবছর আতশবাজির উৎসবের আয়োজন করা হয়।

Leave A Reply

Your email address will not be published.