Banner Before Header

মাসকাটে মঞ্চ কাঁপালো ঐশী; অানন্দ দিলেন ড. মাহফুজ

 

বাইজিদ আল-হাসান : এটিএন বাংলার ‘প্রবাসী বাংলার মুখ’ অনুষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে ‘এটিএন নাইট ওমান’। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আটটায় ওমানের রাজধানী মাসকাট সিটির রুই হোটেল আল ফালাজের গ্রান্ড হল সেজেছিল বর্ণিল সাজে। ঘড়ির কাঁটা রাত আটটায় পৌঁছানোর আগেই পুরো হলরুম পূর্ণ হয়ে যায় প্রবাসী বাঙালিতে। নির্ধারিত আসনে উপস্থিত হতে থাকেন অতিথিরা। ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরোয়ার প্রধান অতিথির আসনে। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ছিলেন বিশেষ অতিথি। বাঙালি কমিউনিটির অনুষ্ঠান উপভোগ করতে আসেন ওমানের ক্রীড়া মন্ত্রী শেখ রাশেদ আহমেদ আল হোনাই। ‘প্রবাসে বাংলার মুখ’ অনুষ্ঠানের পরিচালক মো: এমারত হোসেন সোহাগের সভাপতিত্বে ও ঢাকা রিসোর্ট’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো: সজিবুল আল রাজীবের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন এটিএন বাংলার প্রধান উপদেষ্টা এস.এম. শামসুল হুদা এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বাজানো হয় ওমান ও বাংলাদেশের জাতীয় সংগীত।এরপর দেখানো হয় বাংলাদেশের টুরিজম নিয়ে প্রামান্যচিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’।

ওমানের ক্রীড়ামন্ত্রী শেখ রাশেদ আহমেদ আল হোনাই বলেন, বাংলাদেশের মানুষ আামাদের সবচেয়ে বেশি আপনজন। তাদের যে কর্মদক্ষতা, তা প্রশংসার দাবি রাখে। ‘ এটিএন বাংলার চেয়ারম্যান ড.মাহফুজুর রহমান ওমানে এসে নাকি ভুলেই গেছেন বিদেশের মাটিতে তিনি। প্রবাসীদের আন্তরিকতা দেখে মুগ্ধ তিনি। আলোচনা পর্ব শেষ। এবার শুরু সেই কাঙ্খিত গানের পালা। শুরুতে শ্রুতাদের গানে গানে মুগ্ধ করলো ওমানে বাংলাদেশের একমাত্র ব্যান্ডদল ‘বায়ান্ন ‘। থিম সং গেয়ে বেশ হাততালি কুঁড়ালেন বায়ানের কর্ণধার শিল্পী এমদাদ বাচ্চু। এর পর একে একে গাইতে থাকেন এটিএন বাংলার শিল্পীরা। মূল শিল্পী ঐশির গান পরিবেশনার আাগে দর্শকদের অনুরোধে অতিথি মঞ্চ থেকে মাইক্রোফোন হাতে শিল্পীর মঞ্চে ড.মাহফুজুর রহমান স্বয়ং নিজেও। বললেন, আমি চ্যানেলের মাধ্যমে শিল্পী তৈরি করতে করতে নিজেও আজ শিল্পী। গাইলেন নিজের অ্যালবামের একাধিক গান।

সর্বশেষে মঞ্চ মাতান শিল্পী ঐশি। হলভর্তি দর্শক শ্রোতাদের করতালি। মন জয় করলেন হাজারো প্রবাসীর।

মাজান ইভেন্টসের ব্যবস্থাপনায় এই বর্ণাঢ্য আয়োজনের এয়ারলাইন্স পার্টনার ছিল বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজ, আবাসন পার্টনার গ্রিল হাউজ, টেলিকম পার্টনার ওমান টেল, মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ এবং জনপ্রিয় নিউজ পোর্টাল নিউজনাউ টোয়েন্টি ফোর.কম।

 

Leave A Reply

Your email address will not be published.