Banner Before Header

মধ্যপ্রাচ্যে ঘরে ঘরে ঈদের আনন্দ

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে। ঘরে ঘরে ঈদের আনন্দ। এছাড়াও জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকেও ঈদ উদযাপন হওয়ার খবর পাওয়া গেছে। ঈদের নামাজে এক কাতারে দাঁড়িয়ে দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন প্রবাসী মুসল্লীরা। এরপর একে অন্যের সাথে কোলাকুলি করেন। অনেকে আবার দেশে থাকা স্বজনদের সাথে ফোনে কথা বলেন। প্রিয়জনকে ঈদ মোবারক বলেন।

এর আগে বৃহস্পতিবার রাতে আরব নিউজ, আল-আরাবিয়া ও গালফ নিউজের খবরে জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমানে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়।

Leave A Reply

Your email address will not be published.