অনেক জল্পনা-কল্পনা আর আইনি জটিলতা পেরিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন মেয়র নির্বাচিত হলেন অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম। তিনি হলেন মহানগরীর দ্বিতীয় মেয়র। এবারই প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট দিলেন ভোটাররা। সবশেষ ঘোষণা অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতীক নিয়ে চার লাখ ১০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাসান উদ্দিন সরকার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।
মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর মাঝরাতে ফল ঘোষণা স্থগিত রাখা হয়। পরদিন
বুধবার দুপুরে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দীন মণ্ডল জাহাঙ্গীর আলমকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার পর জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, তিনি সবাইকে নিয়ে গাজীপুরের উন্নয়ন করতে চান। সবার মতামতা নিতে চান। তবে জাহাঙ্গীরের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বিএনপির পরাজিত প্রার্থী হাসান উদ্দিন সরকার।
newsnow24.com is a leading multimedia news based website all over the world. Moto is bangla world wide. It has 64 Districts and Over 50 Countries own Correspondent.
Prev Post
Next Post
- Comments
- Facebook Comments