Banner Before Header

আইএসের দায় স্বীকার; নিউজিল্যান্ডে হামলার প্রতিশোধ

 

কান্না থামছে না মানুষের। শোকে কাতর পুরো বিশ্ব। রক্তাক্ত শ্রীলংকায় চলছে শোকের মাতম। যে কান্না ছড়িয়েছে বাংলাদেশেও। গত রোববার কলম্বোয় তিনটি গির্জা ও তিনটি হোটেলে সিরিজ বোমা হামলায় চালানো হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। আহত কমপক্ষে ৫০০ জন। নিহতদের মধ্যে ৩৮ জন বিদেশী রয়েছে। রয়েছে শেখ সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী। ছোট্ট ছেলেটির এই মৃত্যু কেউই মেনে নিতে পারছে না!

কিন্তু এই নির্মমতা! হামলার পেছনের কারণই বা কি? অবশেষে হামলার তিনদিন পর আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। তাদের মুখপাত্র হামাক-এর মাধ্যমে তারা এই স্বীকার করেছে। তারা জানিয়েছে, নিউজিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলার প্রতিমোধ হিসেবেই কলম্বোয় এই হামলা চালানো হয়েছে। এর আগে মার্কিন দপ্তর থেকে দাবি করা হয়েছিল, আইএসের হামলার সাথে শ্রীলংকার হামলার মিল রয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, আইএসের সাথে স্থানীয় কয়েকটি জেহাদি সংগঠনও জড়িত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.