Banner Before Header

সুলিপের জন্মদিনে শুভেচ্ছা অবিরাম

শেখ আসনান রহমান সুলিপ। মানুষের মতো মানুষ হবার ব্যাকুল বাসনা যার মনে। স্বপ্ন দু’চোখ ভরা। কোমল মন তাইতো উতলা হয় মানুষের দুঃখ দেখে, কষ্ট দেখে। বাবা-মায়ের চাওয়া একই, সুলিপ যেন মানুষের মতো মানুষ হয়। বড় হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারে।

আজ সুলিপের চতুর্থ জন্মদিন। দুচোখে স্বপ্ন ভরা এই বাবুটার জন্য শুভেচ্ছা অবিরাম। বাবার নাম : শেখ আমিনুর রহমান হিমু। বিশিষ্ট শিল্পপতি। রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে মাঠে নামতে প্রস্তুত। জনপ্রিয় নিউজপোর্টাল নিউজনাউ টোয়েন্টি ফোর ডট কমের প্রধান সম্পাদক ও প্রকাশক। সুলিপের মায়ের নাম : ডা. সুরাইয়া বেগম। তিনি চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন।
নিউজনাউয়ের মাধ্যমে শেখ আমিনুর রহমান হিমু ছোট ছেলে সুলিপের জন্য নড়াইলবাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।তিনি চান, সুলিপ যেন বড় হয়ে মানুষের সেবায় মানুষের পাশে দাঁড়াতে পারে।

Leave A Reply

Your email address will not be published.