শেষ বেলায় স্থগিত হয়ে গেলো বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের নির্বাচন। বৃহস্পতিবার ঢাকার শ্রম আদালত এক এর চেয়ারম্যান মো. শাহজাহান এ আদেশ দেন।
শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ গণমাধ্যমকে জানান, নির্বাচন স্থগিত চেয়ে দুজন সাংবাদিক মামলা করলে শুনানি নিয়ে আদালত নির্বাচন স্থগিতের এ আদেশ দেন। শুক্রবার বিএফইউজের নির্বাচনে ভোটগ্রহণ করার কথা ছিল।
মামলার বাদী খায়রুল আলম ও সেবিকা রাণীর পক্ষে আইনজীবী মাহবুব ইসমাইল বলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিএফইউজের নির্বাচন স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা সাত দিনের মধ্যে বিবাদীদের জানাতে বলেছেন আদালত। ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেওয়া এবং ২০০ জনকে ভোটাধিকার থেকে বঞ্চিত করায় এই মামলা হয়। এ অবস্থায় সব প্রস্তুতি নেয়া সত্ত্বেও শুক্রবার নির্বাচন হচ্ছে না।