জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ সিডনি শাখার উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনির রকডালের বনলতা কমিউনিটি হলে ৩১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহাজাদার সভাপতিত্বে এবং সেক্রেটারি ফয়সাল আযাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল হক।
আলোচনাসভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম রুবেল, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আইজিদ আরাফাত অরূপ, দিদার হোসাইন প্রমুখ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধুর খুনিদের বিচার এবং প্রধানমন্ত্রীকে আগামী নির্বাচনে বিজয়ী করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যহত রাখার আহবান করা হয়।